মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: নারীদিবসে ভাস্বরের উপহার 'আলিয়া', পরের বইটি আজকালকে দেওয়ার অনুরোধ করলেন আজকালের ডিরেক্টর মৌ রায়চৌধুরী

নিজস্ব সংবাদদাতা | ০৮ মার্চ ২০২৪ ০০ : ১৩


একজন লেখকের কাছে গল্প বা উপন্যাস লেখা নাকি সন্তানের জন্মদানের মতোই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর চাপা চিন্তা, তাঁর সৃষ্টির সবাই তারিফ করবে তো? 

ভাস্বর চট্টোপাধ্যায় এই দুই পরীক্ষায় পাশ। তাঁর প্রত্যেকটি বই বেস্ট সেলার। তার চেয়েও বড় পাওনা, প্রথম সারির প্রকাশকেরা এক নিঃশ্বাসে তাঁর লেখা পড়েন। তারিফ করেন। না পড়া বইগুলোও কিনে ফেলেন। তারপর পরের বই তাঁদের প্রকাশনায় ছাপানোর প্রস্তাব দেন! প্রথম দলে সাহিত্যিক এবং টেকনো ইন্ডিয়া গ্রপের কো-চেয়ারপার্সন মৌ রায়চৌধুরী। তাঁর কথায়, "অভিনেতা ভাস্বরই কি কলম ধরেছেন? নিছক এই কৌতূহলে "অন্য উপত্যকা" বইটি কিনেছিলাম। পড়তে পড়তে চমৎকৃত। কী ভাল লিখেছে! "মহারানি দিদ্দা" পড়ে বিস্মিত। ওর বই না পড়লে জানতেই পারতাম না, এমন ব্যক্তিত্বও আমাদের কলকাতায় ছিলেন। একই ভাবে "শ্রীকান্ত মঞ্জিল রহস্য"-এর টানটান রহস্য এক রাতে গল্প শেষ করতে বাধ্য করেছে। কলকাতার বুকে এমন এক ঘটনার বর্ণনা এবং এক নারী রহস্যভেদ করবে-- এই দুটো জিনিস আমার খুব ভাল লেগেছে।" 

তিনি আরও জানিয়েছেন, মন ছুঁয়ে না গেলে তিনি কিছুই করেন না। যেমন তিনি কম্পিউটারে লেখেন না। এখনও তাঁর বিশ্বাস, "কালি কলম মন, লেখে তিন জন"। একই ভাবে সামাজিক মাধ্যমের বদলে বইয়ে ডুব দিতে বেশি ভালবাসেন। ভাস্বরের লেখা তাঁকে সেই তৃপ্তি দিয়েছে। তিনি প্রতিটি ছত্র পড়েছেন। আর ফোনে লেখকের কাছে খুঁটিয়ে জেনেছেন, এটা কেন হল? অথবা ওটা না থাকলে কী হত? এই জায়গা থেকেই তাঁর দাবি, শহরের বাকি প্রথম সারির প্রকাশনা সংস্থাদেরও ভাস্বরের বই প্রকাশের জন্য এগিয়ে আসা উচিত। এবং একই মঞ্চ থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সনের ঘোষণা, ভাস্বরের পরের বই বেরোবে আজকাল থেকে। দ্বিতীয় দলে পত্রভারতীর সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। ফলাফল? জন্মদিনে ভাস্বরের নতুন বই "আলিয়া" প্রকাশ করল পত্রভারতী। 



৮ মার্চ নারীদিবস। একই দিনে অভিনেতা-লেখকের জন্মদিন। প্রতি বছর ভাস্বর এই দিনে মেয়েদের জন্য কিছু না কিছু করেন। এবছর প্রথম সারির প্রকাশনা তাঁকে দু’হাত ভরে উপহার দিল। বইপ্রকাশ মঞ্চেই কেক কাটার আয়োজন। এমন দিনে ছেলের পাশে
আশি-ঊর্ধ্ব বাবা। নাট্যব্যক্তিত্ব পৌলোমী বসু, অভিনেত্রী অনসূয়া মজুমদার, অভিনেত্রী অঞ্জনা বসু, অভিনেতা বিশ্বনাথ বসু প্রমুখ। ছিলেন অভিনেতা-লেখকের বন্ধুরাও।

একজন জনপ্রিয় অভিনেতা কি ততটাই জনপ্রিয় লেখক হতে পারেন? এই কৌতূহল নিয়েই ভাস্বরের লেখা পড়তে নিয়েছিলেন ত্রিদিব। এরপর এক এক করে সব বই পড়েছেন। এবং তাঁর প্রকাশনায় বই ছাপানোর প্রস্তাব রেখেছেন। ভাস্বর তখন এই বইটির কথা জানিয়েছিলেন। বইপ্রকাশের দিন হিসেবে বেছে নিয়েছিলেন এই দিন। নিজের কথা জানাতে গিয়ে ভাস্বর বলেন, ‘"আজ যেখানে আমায় বই বেরোচ্ছে সেখানে ২০১৫"-য় এসেছিলাম অন্যের বইপ্রকাশ উপলক্ষে। তখন আমি একটু আধটু লিখি। সেদিন মনে মনে বলেছিলাম, ত্রিদিবদা যদি আমারও এভাবে বই ছাপেন!" তাঁর দাবি, ঈশ্বর অলক্ষ্যে বসে সব শুনেছিলেন। তাই তাঁর মনোবাঞ্ছা পূর্ণ হল। ছেলের গর্বে বাবার ছাতি ৫৬!

"আলিয়া"র পটভূমিকায় কী? লেখক এবার তুলে ধরেছেন বিশ্বের দুই প্রান্তের দুই নারীর জীবন। বৌভাতের রাতে ইজরায়েলের আলিয়া ডেময়ানুকের জীবন তছনছ। একই ভাবে, কাশ্মীরের আলিয়া বেগ নিজের চোখে ধ্বংস হতে দেখেছে সেখানকার কাশ্মীরি পন্ডিতদের। অনেক গবেষণার পর লেখক দুই নারীকথা দুই মলাটে বন্দি করেছেন সহজ-সরল ভাষায়। সেখানে টানটান রোমাঞ্চ আছে, ভালবাসার আবেশ আছে। আর আছে প্রকৃতির নিখুঁত বর্ণনা।

মৌ রায়চৌধুরী, ত্রিদিব চট্টোপাধ্যায়ের মতোই ভাস্বরের লেখার প্রশংসায় পঞ্চমুখ সৌমিত্র চট্টোপাধ্যায়-কন্যা পৌলোমী, অনসূয়া। পৌলমীর আফসোস, তাঁর বাবা ভাস্বরের অভিনয় পছন্দ করতেন। আজ লেখক-অভিনেতাকে দেখলে একই ভাবে খুশি হতেন। অনুসূয়া জানান, তাঁর বইয়ের তাকের একটি কর্নার ভাস্বরের জন্য রাখা। বন্ধুগর্বে গর্বিত বিশ্বনাথের কথায়, "আমাদের এত বছরের বন্ধুত্ব। তবুও আবিষ্কার করতে পারলাম না, ভাস্বর কী করে এখনও যৌবন ধরে রেখেছে!" তাঁর আন্তরিক চাওয়া, তাঁর বন্ধু যেন সাহিত্যের আকাশেও নক্ষত্র হয়ে জ্বলেন।

ছবি: আবির রিঙ্কু হালদার




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...



সোশ্যাল মিডিয়া



03 24